বগুড়ায় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:২৭
বগুড়ায় অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় অস্ত্রসহ ছিনতাইকারী
চক্রের ২ সদস্য গ্রেফতার

বগুড়ায় সোমবার রাতে শহরের ফুলপট্টি এলাকা থেকে দুই যুবককে চাপাতি ও বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করেছে সদর পুলিশ ফাঁড়ি।

গ্রেপ্তার দুইজন হলেন, শহরের জামিলনগর এলাকার মিলন মিয়ার ছেলে ২৪ বছর বয়সী নাহিদ মিয়া ও নারুলী মধ্যপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে ২২ বছর বয়সী হৃদয় ইসলাম।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুইজন সংঘবদ্ধ ছিনতাইকারি চক্রের সদস্য। তারা বগুড়া শহরের বিভিন্ন স্থানে ছিনতাই সংগঠিত করেন।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফুলপট্টিতে অভিযান চালানো হয়। অভিযানে নাহিদ ও হৃদয়কে আটক করে তল্লাশি চালায় পুলিশ। এসময় তাদের কাছে থাকা ১২ ইঞ্চি একটি চাপাতি ও বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

এ প্রসঙ্গে বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো.শাহীনুজ্জামান জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে। তারা উভয়ে সংঘবদ্ধ ছিনতাইকারি চক্রের সদস্য।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন