শিবগঞ্জের মাঝিহট্টে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক-কে হুমকি | Daily Chandni Bazar শিবগঞ্জের মাঝিহট্টে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক-কে হুমকি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২ ২২:০২
শিবগঞ্জের মাঝিহট্টে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক-কে হুমকি
থানায় অভিযোগ
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

শিবগঞ্জের মাঝিহট্টে সংবাদ প্রকাশ করায়
সাংবাদিক-কে হুমকি

 বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক-কে হুমকি অতঃপর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাঝিহট্ট ইউপির আফছার আলী নামে এক ব্যক্তি ভটভটি ও ইজিবাইক এর মুখোমুখি সংঘর্ষে নিহত হয়। 
 উক্ত ঘটনায় ওই রাতেই জনৈক রানা মেম্বারের সমজতায় ভটভটি ও ইজিবাইক চালকদের নিকট থেকে মোটা অংকের টাকা জরিমানা করা হয়।
উক্ত টাকা নিহত পরিবারে সমদয় টাকা না দিয়ে তার সহযোগীরা ভাগ বাটয়ারা করে নেয়। এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করার জন্য দৈনিক মুক্তবার্তা পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি জাহেদুল ইসলাম ও দৈনিক মুক্ত বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার আতাউর রহমানকে। রানা মেম্বার ও তার সঙ্গে থাকা অজ্ঞাত নামা ব্যক্তি  প্রকাশ্যে মোড়াইল ত্রিমোহনী বাজারে জনসম্মুখে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধামমি প্রদান করে।
ওই দিন সন্ধ্যায় আবারও ওই দুইজন সাংবাদিক-কে কালিতলা বাজারে যাবার পথে মধ্যে পূর্ব পরিকল্পিত ভাবে তার দলবলসহ বটতলা নামক স্থানে পথ রোধ করে লাঞ্চিত ও ভিডিও ক্যামেরা ছিনতাই করেছে। সাংবাদিক আতাউর রহমান বাদী হয়ে থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে। অপরদিকে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পাল্টা অভিযোগও করা হয়েছে বলে জানা গেছে। শিবগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম উভয় পক্ষেরে অভিযোগ তদন্তের কাজ করছে বলে জানা গেছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন