পাল পাড়ায় মাটির খেলনা তৈরির ধুম | Daily Chandni Bazar পাল পাড়ায় মাটির খেলনা তৈরির ধুম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২ ২২:১৩
পাল পাড়ায় মাটির খেলনা তৈরির ধুম
পূজা উপলক্ষে
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

পাল পাড়ায় মাটির খেলনা তৈরির ধুম

হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয়া দুর্গা পূজার বাঁকী আর মাত্র নয় দিন। এ পূজার মেলায় মাটির তৈরি বিভিন্ন খেলনা সামগ্রী তথা মাটির জিনিস তৈরিতে পালপাড়ার লোকজনদের ব্যস্ততা লক্ষ্য করা গেছে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের পালপাড়া, চেঙ্গাঁ পালপাড়া ও উপজেলার তালোড়া পৌর এলাকার খাড়িয়ানিশিন্দারা মহল্লার পালপাড়ার লোকজন কেউবা মাটির ব্যাংক, বাঘ, হাতি আবার কেউবা ব্যাঙ, নানা ধরনের সবজী ও ফল তৈরি করছেন। অনেকে এগুলো শুকিয়ে এখন শুধু রং এর কাজ করছেন। সব মিলিয়ে পুরো উপজেলার হিন্দু পল্লীতে এখনই উৎসবের আমেজ বিরাজ করছে।
কথা হয় উপজেলার চেঙ্গাঁ পালপাড়ার স্¦পন পালের সঙ্গে। তিনি জানান. এ গ্রামে প্রায় ৪৫ ঘর পাল সম্প্রদায়ের লোকজন বসবাস করে। কৃষি কাজের পাশাপাশি সবাই কূপে ব্যবহারের জন্য মাটির পাট তৈরির কাজ করে থাকেন। তিনিই একমাত্র ব্যক্তি যে শুধু বৈশাখী মেলা ও দুর্গা পূজার সময় টরটরি খেলনা, ব্যাঙ, আলু, পটল, করলাসহ ৩০ ধরনের সবজী ও আম, কলাসহ ৩০ ধরনের মাটির ফল তৈরি করে তাতে রং করে বেচা-কেনা করেন। মান ভালো হওয়ায় বগুড়া, নাটোর ও গাইবান্ধা হতে ব্যবসায়ীরা এসে তা পাইকারি কিনে নিয়ে যান। আর এ দুই মৌসুমে তিনি নিজেই বিভিন্ন মেলায় এসব পন্য বেচা-কেনা করেন। তার জমাজমি বলতে কিছুই নেই। এ পেশার আয় দিয়ে তিনি এক বিঘা জমি কিনেছেন। সেই সঙ্গে ছেলে-মেয়েদের লেখা পড়াও শিখিয়েছেন। বর্তমানে তিনি এ পেশার মাধ্যমে সচ্ছলতার মুখ দেখছেন।
 
 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন