জো বাইডেনের অভ্যর্থনায় প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar জো বাইডেনের অভ্যর্থনায় প্রধানমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৯
জো বাইডেনের অভ্যর্থনায় প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক

জো বাইডেনের অভ্যর্থনায় প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন।

এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।’

তিনি বলেন, এ সময় দুই দেশের নেতা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের জন্য জো বাইডেনকে আমন্ত্রণ জানান।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন