নওগাঁয় স্কুল দাবা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে জেলা পুলিশের পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar নওগাঁয় স্কুল দাবা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে জেলা পুলিশের পুরস্কার বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০৭
নওগাঁয় স্কুল দাবা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে জেলা পুলিশের পুরস্কার বিতরণ
নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় স্কুল দাবা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে জেলা পুলিশের পুরস্কার বিতরণ

নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের দাবা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এর আগে তিনদিন ব্যাপী আয়োজিত এই প্রতিযোগীতায় জেলার ১৬টি স্কুলের ২২টি টিমের ১৩২ জন দাবারু অংশ নেয়।
এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ কে এম মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, সদর থানার ওসি তদন্ত রাজিবুল ইসলাম, দাবা আরবিটর জাফরুল ইসলাম, জেলা রেফারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ বকতিয়ার এনাম, ক্রীড়া সংগঠক আহসান হাবিব রকেট ও এসএম আবু হাসান, হুমায়ন আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
তিনদিন ব্যাপী এই খেলায় ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ দলে চ্যাম্পিয়ন ও ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ দলে রার্নাস আপ হয় নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়।
আয়োজকরা জানান, দাবা একটি বুদ্ধি ভিত্তিক ও ধৈর্য্যরে খেলা। তাই দাবা খেলার মাধ্যমে নিজেদের বুদ্ধির বিকাশ করা সম্ভব। এছাড়াও আগামী প্রজন্মকে স্মার্ট ফোনের আসক্তি থেকে দূরে থাকতে ও আগামী সমৃদ্ধির জাতী গড়তে এই খেলার আয়োজন করা হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন