শাজাহানপুরে জমিজমার বিরোধে মারপিট | Daily Chandni Bazar শাজাহানপুরে জমিজমার বিরোধে মারপিট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২ ২৩:০৫
শাজাহানপুরে জমিজমার বিরোধে মারপিট
থানায় পাল্টাপাল্টি অভিযোগ
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে জমিজমার বিরোধে 
 মারপিট

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বগুড়ার শাজাহানপুরে মারপিট।  শাজাহানপুর থানায় পাল্টাপাল্টি ভাবে বাদী মোছাঃ সাবিহা বেগমও বিবাদী ইসমাইল হোসেন  লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও পারিবারিক সুত্রে জানাগেছে উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ পূর্বপাড়া গ্রামের বাদী  সাবিহা বেগুমের স্বামীর পৈত্রিক সম্পত্তি হিসাবে তারা দীর্ঘ দিন যাবৎ ভোগ দখল করিয়া আসিতেছ্।ে গত ২০/০৯/২০২২ তারিখে  বিবাদী মোঃ ইসমাইল হোসেন(৫৫),মোঃ ইসরাইল হোসেন(৫০), উভয়ের পিতা- মৃত সফর উদ্দিন মোল্লা,তারা সকাল ৮ ঘটিকার সময় পিয়ারা ও জাম্বুরার গাছ কাটতে থাকে তখন আমার স্বামীসহ আমরা বাধা প্রদান করিলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে অকত্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে আমিসহ আমার স্বামীকে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এবং প্রান নাশের হুমকি দেয়। 
এদিকে বিবাদীর অভিযোগ সুজাবাদ মৌজায় ১৭.৫০ শতাংশ ক্রয়কৃত জমি আমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করিয়া আসিতেছি গত ১৯/০৯/২০২২ বিকালে বাদী মোঃ ইব্রহিম হোসেন(৪০),পিতা মৃত আলহাজ্ব  সফর উদ্দিন,মোঃ ইসতিয়াক আহম্মেদ(১৭),পিতা মোঃ ইব্রহিম হোসেন উভয়ের সাং সুজাবাদ পূর্বপাড়া তারসহ আরো ভাড়াকরা ৪/৫জন সন্ত্রাসী নিয়ে আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালায়, তখন আমরা বাধা প্রদান করিলে ক্ষিপ্ত হয়ে অকত্য ভাষায় গালিগালাজ করে এবং এক পর্যায়ে  মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এবং প্রান নাশের হুমকিও দেয়।

এ বিষয়ে শাজাহানপুর থানার এস,আই শাহীন ও এস আই হোসাইন জানান, থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন