প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২৩:২৫
তালোড়ায় শ্রীশ্রী কালীমাতার কেন্দ্রীয় মন্দিরের মেঝে ঢালাইয়ের উদ্বোধন
অনলাইন ডেস্ক
দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার রেলঘুমটি এলাকায় শ্রীশ্রী কালীমাতার কেন্দ্রীয় মন্দিরের মেঝে ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় তালোড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অত্র মন্দির কমিটির প্রধান পৃষ্ঠপোষক সুভাষ প্রসাদ কানু আনুষ্ঠিকভাবে এ ঢালাই কাজের উদ্বোধন। এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি সাজু কানু, সিনিয়র সহসভপতি নারায়ণ প্রসাদ কানু, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার রাজভর, কোষাধ্যক্ষ বিজয় প্রসাদ কানু, সদস্য শংকর রাজভর, রমেশ রাজভর, স্বপন প্রসাদ কানু, রবি রাজভর, সঞ্জিত রাজভর, শংকর রাজভর, মিঠু রাজভর প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন