গণতন্ত্রকে সুসংহত করতে আগামী নির্বাচনে হবে সুশৃংখল পরিবেশে—ডেপুটি স্পীকার শামসুল হক টুকুএমপি | Daily Chandni Bazar গণতন্ত্রকে সুসংহত করতে আগামী নির্বাচনে হবে সুশৃংখল পরিবেশে—ডেপুটি স্পীকার শামসুল হক টুকুএমপি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৩৯
গণতন্ত্রকে সুসংহত করতে আগামী নির্বাচনে হবে সুশৃংখল পরিবেশে—ডেপুটি স্পীকার শামসুল হক টুকুএমপি
পাবনা প্রতিনিধি:

 গণতন্ত্রকে সুসংহত করতে আগামী নির্বাচনে হবে সুশৃংখল পরিবেশে—ডেপুটি স্পীকার শামসুল হক টুকুএমপি

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন, গণতন্ত্রকে সুসংহত করতে আগামী নির্বাচন সুশৃংখলা পরিবেশে সম্পন্ন করতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ থেকে সন্ত্রাস, মাদক ও অপরাজনীতি দূর করতে হবে। অতীতের ন্যায় পাবনায় আর কখনোই সাম্প্রদায়িক রাজনীতির স্থান হবে না।

শনিবার দুপুরে পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জেলা আওয়ামী লীগের আয়োজিত নবনিযুক্ত ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপিকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন।

ডেপুটি স্পীকার পাবনার জনগন ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে গিয়ে বলেন, মুক্তিযুদ্ধের মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আর ৭৫ এ ঘাতক বাহিনী শেখ হাসিনা ও শেখ রেহানাকে হত্যার সুযোগ পেলে এবং জাতির জনকের কন্যা আওয়ামী লীগের দায়িত্ব নিজের কাঁধে তুলে না নিলে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যেত না। কাজেই পাবনার জনগনের সাথে সাথে তাঁদেরকেও ধন্যবাদ জানাই। সদ্যই আমাদের নির্ভরতার প্রতীক সারাবিশ্বের প্রধানমন্ত্রীদের মধ্যে ৩য় সেরা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তাঁর দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত  হিসেবে মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

মোঃ শামসুল হক টুকু আরও বলেন, আমি পাবনার সন্তান,  পুরো পাবনা জেলাই আমার গ্রাম। এই মাটিতে আমি খেলাধুলা করেছি, ছুটে বেরিয়েছি, এখানকার কৃতি সন্তান ও রাজনীতিবিদ ও মেহনতী মানুষদের কাছ থেকে দীক্ষা নিয়েছি। এই মাটির প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। এই মাটিকে ভালো কিছু উপহার দেয়া আমাদের সবার দায়িত্ব।
পাবনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে এবং  জেলা আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,
সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন