কাউনিয়ায় টেপামধুপুরে গরুসহ তিন গরু চোর আটক! | Daily Chandni Bazar কাউনিয়ায় টেপামধুপুরে গরুসহ তিন গরু চোর আটক! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৪৩
কাউনিয়ায় টেপামধুপুরে গরুসহ তিন গরু চোর আটক!
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় টেপামধুপুরে গরুসহ তিন গরু চোর আটক!

কাউনিয়ায় একটি গরুসহ তিন জন গরু চোর আটক হয়েছে। গত শুক্রবার দিবাগত ভোরে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের কালিকাপুর মোড় এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। 
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানাগেছে তিন জন চোর ১টি গরু নিয়ে তিস্তা নদীর ঘাটের দিকে শুক্রবার দিবাগত ভোরে যাওয়ার পথে এলাকাবাসীর সন্দেহ হয়। তাদের শক্ত করে জিজ্ঞাসাবাদ করলে গরু চুরির তথ্য বেড়িয়ে আসে। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ গরুটি সহ তিন গরু চোর কে থানায় নিয়ে আসে। গরু চোররা হলেন উপজেলার সদরা তালুক গ্রামের জালাল উদ্দীনের পুত্র শাজাহান সিরাজ (৩৪) একই গ্রামের হাফেজ উদ্দিনের পুত্র দুদু মিয়া (২৮), জিগা বাড়ী গ্রামের আইয়ুব আলীর পুত্র আনারুল ইসলাম (৩৫)। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান আসামিদের শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন