মান্দায় ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন সভাপতি আমিনুল, সম্পাদক সজিব | Daily Chandni Bazar মান্দায় ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন সভাপতি আমিনুল, সম্পাদক সজিব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৪৫
মান্দায় ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন সভাপতি আমিনুল, সম্পাদক সজিব
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন
সভাপতি আমিনুল, সম্পাদক সজিব

নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আমিনুল ইসলাম সভাপতি ও সজিব হাসান মিতু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার দুপুরে উপজেলার চককামদেব বিএম কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কৃষকলীগ নওগাঁ জেলা শাখার আহবায়ক আব্দুল ওহাব।
ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান গোলাম আজমের উপস্থাপনায় সম্মেলনে বক্তব্য দেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সুজা উদ-দৌলা প্রামাণিক বিপ্লব, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ও আনিছুর রহমান, কুসুম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিমুল ইসলাম, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল ওহাব হীরা, যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান ও ইমাজ উদ্দিন মন্টু, আত্র্ইা উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক মিতু মনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোজাদ্দিদ আল হাবীব মারুফ, সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমূখ।
শেষে আমিনুল ইসলামকে সভাপতি, সজিব হাসান মিতুকে সাধারণ সম্পাদক ও জুয়েল রানাকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বিষ্ণুপুর ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন