দুপচাঁচিয়া পৌরসভার আয়োজনে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar দুপচাঁচিয়া পৌরসভার আয়োজনে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২ ২১:১৩
দুপচাঁচিয়া পৌরসভার আয়োজনে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়া পৌরসভার আয়োজনে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়  সভা অনুষ্ঠিত

আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি, আইন শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও অন্যান্য বিষয়ে দুপচাঁচিয়া পৌরসভার আয়োজনে এক মতবিনিময় সভা ও পৌরসভার সামাজিক সম্প্রীতি কমিটির সভা গত ২৫সেপ্টেম্বর রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া পৌরসভার সভাকক্ষে  পৌর মেয়র জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও উচ্চমান সহকারী মাহমুদুল হাসান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন থানার প্রতিনিধি এসআই শাহজাহান আলী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান খান সেলিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক হাফিজার রহমান মাষ্টার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের সভাপতি রথীন্দ্রনাথ বসাক কালা, সাবেক ইউপি চেয়ারম্যান নয়ন চন্দ্র দাস, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, রথীকান্ত বসাক, তপন কুন্ডু, প্রশান্ত চন্দ্র দাস, বিধান চন্দ্র পাল, সাধারণ সম্পাদক শীবেন চন্দ্র দাস, সুশান্ত দাস প্রমুখ। এসময় বীরমুক্তিযোদ্ধাগণ, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন