করোতোয়ায় নৌকা ডুবে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক | Daily Chandni Bazar করোতোয়ায় নৌকা ডুবে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২ ১৫:২০
করোতোয়ায় নৌকা ডুবে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক
অনলাইন ডেস্ক

করোতোয়ায় নৌকা ডুবে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ২৪ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (২৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া এ দুর্ঘটনায় আহতদের আশু সুস্থতা কামনা করেন তিনি।

এর আগে রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন