শাজাহানপুরে জমিনিয়ে বিরোধ, মারপিট | Daily Chandni Bazar শাজাহানপুরে জমিনিয়ে বিরোধ, মারপিট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২ ২২:৫০
শাজাহানপুরে জমিনিয়ে বিরোধ, মারপিট
থানায় অভিযোগ
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে জমিনিয়ে বিরোধ, 
 মারপিট

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বগুড়ার শাজাহানপুরে স্বামী ও স্ত্রীকে  মারপিট।গুরুত্বর আহত অবস্থায় হাঁপাতালে ভর্তি।  শাজাহানপুর থানায় মোঃ হাবিবুর রহমান(৬০) লিখিত অভিযোগ দায়ের করেন।

ইউনিয়ন পরিষদে একাধিকবার অভিযোগ দিয়ে সেখানে শালিশ-বৈঠক করে কোন সুরাহা মিলে নাই। 

অভিযোগ ও পারিবারিক সুত্রে জানাগেছে উপজেলার আমরুল ইউনিয়নের পরান বাঁড়ীয়া পূর্বপাড়ার মোঃ হাবিবুর রহমান(৬০),পিতা মৃত রইচ উদ্দিনের সাথে তার আপন ছোট ভাই হাফিজার রহমানের সাথে দীর্ঘ দিন ধরে সামান্য এক টুকরা জমি নিয়ে বিরোধ চলে আসিতেছিল। এনিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
সেই শক্রতার  জের ধরে ২৬/০৯/২০২২ইং তারিখে সকাল অনুমান ৯ঘটিকার সময় বিবাদী হাফিজার রহমান(৪০) ও তার স্ত্রী মাকছুদা বেগম(৩৫), বাদী ও তাঁর স্ত্রীকে অকত্য ভাষায় গালিগালাজ করিতে খাকে, তা নিষেধ করিলে এক পর্যায়ে আমাকে ও আমার স্ত্রীকে মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এবং প্রান নাশের হুমকি দেয়।

এরপর আমার ছেলে ও এলাকা বাসীর সহযোগিতায়  হাঁসপাতালে ভর্তি করে  চিক্যিসাধীন অবস্থায় আছেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার এস,আই শাহীন জানান, অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন