দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২ ২৩:০০
দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  গত ২৬সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদীর সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, তালোড়া পৌর মেয়র পৌর আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম বকুল, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, সাংবাদিক গোলাম ফারুক, অধ্যক্ষ রঞ্জন কুমার পাল, প্রধান শিক্ষক মাহমুদুর রশীদ, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি রথীন্দ্রনাথ বসাক কালা, পরোহিত মতিলাল ভট্টাচার্য, শিক্ষার্থী রোকুনুজ্জামান, তাসফিয়া জান্নাত নাবিলা প্রমুখ। বেলুন উড়িয়ে সম্প্রীতি সমাবেশের উদ্বোধন করেন অতিথিবৃন্দরা। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন