শেরপুরে শিয়ালের কামড়ে আহত ১, জনতার প্রহারে শিয়াল নিহত | Daily Chandni Bazar শেরপুরে শিয়ালের কামড়ে আহত ১, জনতার প্রহারে শিয়াল নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২ ২৩:১১
শেরপুরে শিয়ালের কামড়ে আহত ১, জনতার প্রহারে শিয়াল নিহত
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে শিয়ালের কামড়ে আহত ১, জনতার প্রহারে শিয়াল নিহত

বগুড়ার শেরপুরের গোপালপুর এলাকায় শিয়ালের কামড়ে বাবু মিয়া (৩৮) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ঘটনাটি ঘটে। পরে আহত ব্যক্তিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহত ব্যক্তির অবস্থা খারাপ জানিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার দিন আক্রান্ত ব্যক্তি জমিতে কাজ করার সময় শিয়ালটি আক্রমণ করে। পরে ওই এলাকার লোকজন বাবু কে উদ্ধার করে এবং শিয়ালটিকে পিটিয়ে মারে।

শিয়ালের কামড়ে আহত বাবু মিয়া বলেন, সোমবার দুপুর ১২ টার দিকে তিনি তার বাড়িতে ছিলেন, এমন সময় হঠাৎ বাড়ির পাশে ঘাসের জমিতে ছাগলের চিৎকার শুনতে পাই। তখন তিনি বের হয়ে দেখেন একটি শিয়াল ছাগলটিকে কামড় দিয়ে নিয়ে যাচ্ছে, তখন বাবু মিয়া একটি বাঁশ দিয়ে শিয়ালটিকে আঘাত করলে শিয়াল উল্টো বাবুর মুখে কামড়ে ধরে, তখন তার আত্মচিৎকারে বাড়ির লোকজন এসে শিয়ালটিকে পিটিয়ে মারে।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শিয়ালে কামড়ানোর বিয়টি নিশ্চিত করেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন