বগুড়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ | Daily Chandni Bazar বগুড়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২২ ২৩:১৯
বগুড়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও
শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ

বগুড়ায় সোমবার সকালে শহরের সাতমাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং শহরের ফুলবাড়ির শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেছে নবনির্বাচিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটি।

পরে নবনির্বাচিত এই সংগঠনের পক্ষে বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম বরাবরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির তালিকা হস্তান্তর করেন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক পাভেল রানা, যুগ্ম আহ্বায়ক মুসফিক ইসলাম বিটল, সদস্য সচিব আজিজুর রহমান সুমন, মমিনুল ইসলাম খোকন, কামরুজ্জামান স্বপন, মশিউর রহমান বিপ্লব, রবিউল ইসলাম পবন, মহসিন আলী, এস এম মোতালেব জনি, রিজভী সুলতান রাজ, রফিকুল বারী, ওবায়দুর রহমান, মাসুদ রানা, রবিউল হাসান শিবলু, আইভী, সোহেল রানা, সজল, সুমন, কল্লোল, শামীম প্রমুখ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন