রাশিয়ার স্কুলে বন্দুক হামলা: নিহত বেড়ে ১৭ | Daily Chandni Bazar রাশিয়ার স্কুলে বন্দুক হামলা: নিহত বেড়ে ১৭ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৩৮
রাশিয়ার স্কুলে বন্দুক হামলা: নিহত বেড়ে ১৭
অনলাইন ডেস্ক

রাশিয়ার স্কুলে বন্দুক হামলা: নিহত বেড়ে ১৭

রাশিয়ার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। তাদের মধ্যে ১১ জন শিক্ষার্থী। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ২২ জনই শিশু। খবর বিবিসি, আল জাজিরা।

ইজহেভস্ক শহরে ৩৪ বছর বয়সী এক বন্দুকধারী ওই হামলা চালায়। পরে ঘটনাস্থলেই তিনি আত্মহত্যা করেন।

কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনো নিশ্চিত নয়। বন্দুকধারী হামলা চালানোর সময় স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক ছিলেন।

বিভিন্ন গণমাধ্যমে ঘটনাস্থলের বেশি কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো স্কুলের ভেতরেই ধারণ করা যেখানে হামলা চালানো হয়েছে। স্কুলের জানালায় একটি বুলেটের ছিদ্র দেখা গেছে এবং সেখানে ডেস্কের নিচে শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।

ইজহেভস্ক শহরের একেবারে কেন্দ্রে ওই স্কুলটি অবস্থিত। ওই শহরের বাসিন্দা প্রায় সাড়ে ৬ লাখ।স্থানীয় এক এমপি জানিয়েছেন, হামলাকারীর নাম আরতেম কাজানতসেভ। ওই অঞ্চলে আঞ্চলিক প্রধান আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত শোক ঘোষণা করেছেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন