বাংলাসহ বিবিসির ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে | Daily Chandni Bazar বাংলাসহ বিবিসির ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২ ১৬:৪৭
বাংলাসহ বিবিসির ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে
অনলাইন ডেস্ক

বাংলাসহ বিবিসির ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে

বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হতে চলেছে। একই সঙ্গে আরবি, হিন্দি, ফারসি ও চীনাসহ মোট ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ করে দিচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। যুক্তরাজ্যের জাতীয় গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) বিষয়টি জানিয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিবিসি তার আন্তর্জাতিক সার্ভিসের জন্য বছরে ২৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩২১ কোটি টাকা) সঞ্চয়ের চেষ্টা করছে। এ জন্য ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ রহিত করার প্রস্তাব করছে প্রতিষ্ঠানটি।

যদিও কোনো ভাষার সার্ভিসই একেবারে বন্ধ হচ্ছে না। যে ভাষাগুলো শুধু অনলাইনে সংযুক্ত হবে সেগুলো হলো চীনা, গুজরাটি, ইগবো, ইন্দোনেশিয়ান, পিদগিন, উর্দু এবং ইওরুবা।

বাকি যেসব রেডিও সার্ভিস বন্ধের সিদ্ধান্তের আওতায় আসছে, সেগুলোর মধ্যে হলো কিরগিজ, উজবেক, ইন্দোনেশীয়, তামিল ও উর্দু।

সিবিবিসি ও বিবিসি ফোরকেও অনলাইনে যুক্ত করার কথা জানা গেছে। এর ফলে বার্ষিক ৫০০ মিলিয়ন পাউন্ড (৫ হাজার ৬৩০ কোটির বেশি টাকা) পরিমাণের বিশাল সঞ্চয় করতে যাচ্ছে বিবিসি।

প্রতিষ্ঠানটি বলছে, উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান ব্যয়ের সমন্বিত চাপের ফলে ‘কঠিন এই সিদ্ধান্ত নিতে হচ্ছে’।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস আন্তর্জাতিক মাল্টিমিডিয়া সম্প্রচারমাধ্যম। ইংরেজি ছাড়াও ৪০টির বেশি ভাষায় রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে সংবাদ পরিবেশন করে থাকে এই মাধ্যমটি।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের পরিচালক লিলিয়ান ল্যান্ডর বলেছেন, ‘বিশ্বব্যাপী বিবিসির ভূমিকার গুরুত্ব সন্দেহাতীত। বিবিসি ন্যায্য ও নিরপেক্ষ সংবাদের জন্য কোটি কোটি মানুষের কাছে বিশ্বস্ত। বিশেষ করে যেসব দেশে ন্যায্য ও বস্তুনিষ্ঠ সংবাদের সরবরাহ কম’।

 সূত্র: বিবিসি

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন