দুপচাঁচিয়ায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের দিকনির্দেশনা প্রদান | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের দিকনির্দেশনা প্রদান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২২ ২২:২০
দুপচাঁচিয়ায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের দিকনির্দেশনা প্রদান
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের দিকনির্দেশনা প্রদান

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মন্ডপে নিয়োজিত আনসার সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। গত ৩০সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলা ক্যাম্পাসে অবস্থিত ব্যন্ডমিন্টন কোর্টে পূজা মন্ডপে নিয়োজিত ২৭০জন সদস্যদের এ দিক নির্দেশ প্রদান করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা দৌলতুন্নেছা, টিআই সোহেল রানা, মহিলা টিআই আইরিন আকতার। বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন, নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা শতভাগ নিশ্চিত করে আপনার দক্ষ্যতার পরিচয় বহন করবেন। এক্ষেত্রে কোনো অসুবিধার সুম্মুখিন হলে তাৎক্ষনিক থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করবেন। আপনাদের কোনো অসুবিধা থাকলে সেটিও আমাদেরকে নির্দিধায় জানাবেন। এবার দুপচাঁচিয়া উপজেলায় দু’টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে ৪২টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন