কুয়েতের জাতীয় পরিষদ নির্বাচনে ৬০ ভাগ বিরোধীদের দখলে | Daily Chandni Bazar কুয়েতের জাতীয় পরিষদ নির্বাচনে ৬০ ভাগ বিরোধীদের দখলে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ অক্টোবর, ২০২২ ১১:০৪
কুয়েতের জাতীয় পরিষদ নির্বাচনে ৬০ ভাগ বিরোধীদের দখলে
অনলাইন ডেস্ক

কুয়েতের জাতীয় পরিষদ নির্বাচনে ৬০ ভাগ বিরোধীদের দখলে

কুয়েতের জাতীয় পরিষদ নির্বাচনে ৫০ টি আসনের ৬০ ভাগ বিরোধীদের দখলে রয়েছে। শুক্রবার সকালে সংসদীয় নির্বাচনের এ প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়েছে।

শুক্রবার তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফলাফল অনুসারে নতুন করে গঠিত সংসদের ৫০ জন সদস্যের মধ্যে আগের সংসদের মাত্র ২৩ জন সদস্য তাদের আাসন ধরে রাখতে পেরেছেন। এছাড়া ২৭ জন নতুন সদস্য সংসদে স্থান পেয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পরিষদ নির্বাচনে ৩০৫ জন প্রার্থী ছিলেন। যেখানে নারী প্রার্থী ২২ জন। প্রতিনিধিদের মধ্যে সাত থেকে নয়জন শিয়া মতাবলম্বী। এছাড়া দু’জন প্রার্থী কারাগারে থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

কুয়েতের মুসলিম ব্রাদারহুডকে ইসলামিক কনসটিটিউশনাল মুভমেন্ট (হাদাস) বলা হয়। তারা এবারের নির্বাচনে পাঁচটি আসন পেয়েছে। আগের নির্বাচনেও এ সংখ্যা একই ছিল।

এছাড়া গত নির্বাচনে যেখানে কোনো নারী প্রতিনিধি ছিল না, সেখানে এবার দুজন নারী রয়েছেন।

বৃহস্পতিবার উপসাগরীয় দেশ কুয়েতের ভোটারররা দু’বছরের মাথায় আবারো সংসদীয় নির্বাচনে ভোট দিলো।

গত মাসে, প্রিন্স ক্রাইন প্রিন্স মেশাল আল-আহমাদ-সাবাহ আমিরের নির্দেশে জাতীয় পরিষদ ভেঙে দেন। সরকার ও আইনসভার বিপরীত অবস্থানের কথা উল্লেখ করে এ নির্দেশনা দেয়া হয়।

সূত্র : মিডল ইস্ট মনিটর

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন