বগুড়ায় বৃহস্পতিবার ও শুক্রবার জেলার নন্দীগ্রাম, শাজাহানপুর ও ধুনট উপজেলায় অভিযান চালিয়ে সার চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় সার চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, নন্দীগ্রামের মৃত দবির উদ্দিন আনারের ছেলে আব্দুল আলীম (৫০), ট্রাক চালক শাজাহানপুরের মৃত আব্দুল প্রামানিকের ছেলে আল আমিন ওরফে আলাউদ্দিন, ধুনটের মৃত ছোলাইমান আকন্দের ছেলে মামুনুর রশিদ মামুন (৪৮), মৃত আজিজার সাকিদারের ছেলে মো: সজল (৩৫) ও মৃত মন্তাজ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৪২)।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরি বিপিএম এসব তথ্য জানান।
পুলিশের এই কর্মকর্তা জানান, সেপ্টেম্বরের ২৫ তারিখ সিলেট জেলার ফেঞ্চুগঞ্জের একতা ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ট্রাক চালক আল আমিন ৩৬০ বস্তা (১৮ মেট্রিক) টন ইউরিয়া সার নিয়ে রওনা দেন। এই সারগুলো রংপুর বাফার গুদামের জন্য পাঠানো হয়। যাত্রা পথে ট্রান্সপোর্ট এজেন্সির সত্ত্বাধিকারী আব্দুস সামাদ স্বপন আল আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি নানারকম টালবাহানা শুরু করেন। এক পর্যায়ে আল আমিন স্বপনের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। রংপুর বাফার গুদামে নির্দিষ্ট সময়ে সার না পৌঁছলে স্বপন চিন্তিত হয়ে পড়েন। পরবর্তীতে স্বপন খোঁজ নিয়ে জানতে পারেন এই ৩৬০ বস্তা সার আল আমিন বগুড়ার শাজাহানপুরে নিয়ে এসে চক্রের মাধ্যমে ধুনটে গ্রেপ্তার রফিকুলের কাছে বিক্রি করে দিয়েছেন।
ট্রান্সপোর্ট এজেন্সির সত্ত্বাধিকারী স্বপন এই বিষয়ে বগুড়া জেলা পুলিশকে বৃহস্পতিবার অবগত করে। পরে তার দেওয়া প্রাথমিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পরে ওই দিনেই নন্দীগ্রামের জামাদার পুকুরে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় আব্দুল আলীমকে চুরির ঘটনায় ব্যবহৃত ট্রাকসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে অন্যান্যদের বৃহস্পতিবার দুপুরে প্রেপ্তার করে ডিবি।
আলী হায়দার চৌধুরি আরও জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনা সত্যতা স্বীকার করেছেন। তারা দীর্ঘদীন যাবত দেশের বিভিন্ন ট্রান্সপোর্ট এজেন্সিতে ভুয়া ড্রাইভার ও কাগজ পত্র দেখিয়ে মালামাল সংগ্রহ করে পৌঁছে দেওয়ার নামে চুরি করতো। সিলেটের ফেঞ্চুগঞ্জের একতা ট্রান্সপোর্ট এজেন্সি থেকে চুরি করা ৩৬০ বস্তা (১৮ মেট্রিক) টন ইউরিয়া সার ধুনটে গ্রেপ্তার রফিকুলের দোকানের মাধ্যমে ভোক্তা পর্যায়ে বিক্রি করে দেয়। এজন্য সার উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, এই ঘটনায় ট্রান্সপোর্ট এজেন্সির সত্ত্বাধিকারী স্বপন বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পঠানো হবে। সংবাদ সম্মেলনে এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, শাজাহানপুর থানার পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন ও জেলা ডিবি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) সাইহান ওলিউল্লাহ উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন