কাউনিয়ায় মানুষের কাটা পা নিয়ে ধুম্রজাল | Daily Chandni Bazar কাউনিয়ায় মানুষের কাটা পা নিয়ে ধুম্রজাল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২২ ২৩:৫৮
কাউনিয়ায় মানুষের কাটা পা নিয়ে ধুম্রজাল
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় মানুষের কাটা পা নিয়ে ধুম্রজাল

রংপুরের কাউনিয়া উপজেলায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে আনোয়ার হোসেন এর বাড়ির কাছে নার্সিারীর ধারে রবিবার মানুষের একটি পায়ের কাটা অংশ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। কেউ বলছেন কোন মানুষ কে অন্য কোথাও খুন করে তার একটি অংশ এখানে রাতের আধারে ফেলে গেছে খুনিরা। আবার কেউ বলছেন এর পিছনে নানা রহস্য রয়েছে। কাটা পা টি একনজর দেখার জন্য ঘটনা স্থলে শাতশত মানুষ জড়ো হয়। কাউনিয়া থানা পুলিশ খবর পেয়ে মানুষের পায়ের কাটা অংশটি থানায় নিয়ে যায়। থানা অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন