
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। সামনে বিভিন্ন দেশে দুর্ভিক্ষের মত পরিস্থিতি তৈরি হতে পারে। আমাদের খাদ্য উৎপাদনশীলতা বাড়াতে হবে, যেন উদ্বৃত্ত খাদ্য নিয়ে বিশ্বের পাশে দাঁড়াতে পারি।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর আ.কা.মু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামে ‘জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২২ উদ্বোধন ও ২০২১ এর পুরস্কার বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২২ এর প্রতিপাদ্য- ‘বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ’।
কৃষি সচিব বলেন, কৃষি উৎপাদন বাড়াতে হবে। ধানের উৎপাদন না কমিয়ে অন্যান্য ফসলের উৎপাদন বাড়াতে হবে। সুপার ভ্যারাইটি যা ৮ টন বা তার বেশি ফলন ক্ষমতাশীল সেগুলো চাষ করতে হবে। বোরোর প্রতি অতি নির্ভরশীলতা কমিয়ে আউশের উৎপাদন বাড়াতে হবে। তেল, ডাল, মসলা, সবজি ও ফল জাতীয় ফসল পরিকল্পিতভাবে উৎপাদন করতে হবে।
ইঁদুর ফসল উৎপাদন বাধাগ্রস্ত করে উল্লেখ করে তিনি বলেন, খাদ্য উৎপাদনে বড় হুমকি ইঁদুর। ইঁদুর ৫-১২ শতাংশ পর্যন্ত ফসলের ক্ষতি করে। বছরে গড়ে সাত লাখ মেট্রিকটন ফসলের ক্ষতি করে। এছাড়া প্রায় ৬০ ধরনের রোগের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ ইঁদুর।
কৃষি সচিব আরও বলেন, প্রতিটি ব্লকে ৩ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। আমদানিনির্ভর ফসল বেশি পরিমাণে উৎপাদন করতে হবে। প্রশিক্ষণ আয়োজনে প্রতিটি দপ্তর থেকে বাজেট প্রস্তাব কৃষি মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনা দেন তিনি।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে অধিক ফসল উৎপাদনে চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষি মন্ত্রণালয় সরকারের নেক নজরে আছে। দেশের এ পরিস্থিতিতেও কৃষি মন্ত্রণালয় দেড়গুণ বাজেট বাড়িয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক মো. হাবিবুর রহমান চৌধুরী, প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক তাওফিকুল ই আলম, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির (নাটা) মহাপরিচালক মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য দেন উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক মো. এমদাদ হোসেন শেখ
ইঁদুর নিধন অভিযান ২০২১ এর জাতীয় পুরস্কার হিসেবে জাতীয় পর্যায়ে ১৫ জন, আঞ্চলিক পর্যায়ে ১২৪ জনসহ মোট ১৩৯ জন পুরস্কার পান। পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজবন্ড দেওয়া হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন