নতুন শিক্ষাক্রমের সুফল পাওয়া যাবে ৫ বছর পর: শিক্ষামন্ত্রী | Daily Chandni Bazar নতুন শিক্ষাক্রমের সুফল পাওয়া যাবে ৫ বছর পর: শিক্ষামন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২২ ১৭:৪২
নতুন শিক্ষাক্রমের সুফল পাওয়া যাবে ৫ বছর পর: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক

নতুন শিক্ষাক্রমের সুফল পাওয়া যাবে ৫ বছর পর: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম যদি পুরোপুরি ও সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আগামী পাঁচ বছর পর থেকে একটু পরিবর্তন দেখতে শুরু করবো। দশ বছর পর বড় পরিবর্তন দেখতে পাবো।

সোমবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে কন্যা শিশু দিবস উপলক্ষে ব্র্যাকের একটি গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্রমের মাধ্যমে পরিবর্তন রাতারাতি হয় না, সময় লাগে। কিন্তু যদি খুব ভালোভাবে করতে পারি, তাহলে আগামী বছর থেকে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে শিখতে শুরু করবে। তাদের মাধ্য দিয়ে তাদের পরিবারে চিন্তাগুলো চলে যাবে, চর্চাগুলো চলে যাবে। তার মধ্যদিয়ে আমরা একটা বড় পরিবর্তন আশা করতে পারি।

এসময় নারীর অধিকার, মানুষের অধিকার, প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন