ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত রাজ্জাকুল ইসলামের বিদায় সংবর্ধনা | Daily Chandni Bazar ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত রাজ্জাকুল ইসলামের বিদায় সংবর্ধনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২২ ২০:৪৩
ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত রাজ্জাকুল ইসলামের বিদায় সংবর্ধনা
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত রাজ্জাকুল
ইসলামের বিদায় সংবর্ধনা

বগুড়ার ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত রাজ্জাকুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ধুনট থানা ভবনে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান, এসআই রুহুল আমিন খান, এসআই শহিদুল ইসলাম, এসআই আাব্দুল আজিজ, এএসআই আবু তাহেরসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, চলতি বছরের গত ১৩ ফেব্রুয়ারী ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত পদে রাজ্জাকুল ইসলাম যোগদান করেন। তার বাড়ি পঞ্চগড় জেলায়। তিনি ধুনট থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষায় অসংখ্যবার বিশেষ অবদান রেখেছেন।

তার বিদায় বেলায় সোমবার (১০ অক্টোবর) সৌজন্য সাক্ষাত করেছেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।  

এছাড়া বিদায়কালে তার সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন, সাধারণ সম্পাদক জিয়াউল হক, সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ন সম্পাদক ফজলে রাব্বি শুভ, সদস্য সাংবাদিক হেলাল উদ্দিন সরকার, শাওন ইসলাম সুমন, গোবিন্দ রায়, রাকিবুল হাসান, রিকো প্রমূখ। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন