বগুড়ায় ৫ লক্ষাধিক শিশুকে করোনা টিকাদান শুরু | Daily Chandni Bazar বগুড়ায় ৫ লক্ষাধিক শিশুকে করোনা টিকাদান শুরু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২২ ২১:১৩
বগুড়ায় ৫ লক্ষাধিক শিশুকে করোনা টিকাদান শুরু
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ৫ লক্ষাধিক শিশুকে 
করোনা টিকাদান শুরু

বগুড়ায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলার টিকাদান কর্মকর্তারা বলছেন ৫ লক্ষাধিক শিশুকে টিকা প্রদান করা হবে। 

মঙ্গলবার সকালে বগুড়া সদরের বিএএফ শাহীন কলেজে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো: নূরুজ্জামান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেন মিশু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম, বগুড়া সদর ইউএনও সমর কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ। একই দিনে গোকুল, নুনগোলাসহ জেলার বিভিন্ন উপজেলায় স্কুলে টিকাদান কার্যক্রম শুরু হয়। 
জানা গেছে, জেলা ও উপজেলা পর্যায়ে টিকাদান কার্যক্রমে বগুড়া জেলায় ৫ লক্ষাধিক শিশুদের টিকা দেয়া হবে। এরমধ্যে স্কুল পর্যায়ে ৪ লাখ ৮৪ হাজার ২০৩ জন এবং কমিউনিটি পর্যায়ে ২০ হাজার ৪৬৭ জন টিকা পাবে। প্রতিদিন জেলার বিভিন্ন স্কুলে ১২ দিন টিকাদান কার্যক্রম অব্যহত থাকবে। এরপর একদিন শুধু স্কুলের বাইরে থাকা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদেরকে কমিউনিটি পর্যায়ে টিকা দেয়া হবে। 
শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, অভিভাবকরা নিজেরা টিকা নেয়ার পর সন্তানদের নিয়ে চিন্তিত ছিলেন, এখন টিকা পেয়ে মানসিকভাবে প্রশান্তি যে বাড়ীর সবাই টিকা পেয়েছে। 
টিকা পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা জানান, টিকা পেয়ে তারা খুশি। তাদের করোনা সংক্রমনের ভীতি দূর হয়েছে টিকা নেয়ার মধ্য দিয়ে।
বগুড়া সদর উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু বলেন, ‘করোনা প্রতিরোধে টিকা অনেক বেশি কার্যকর। তাই আমরা শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু করেছি। প্রথম দিন বগুড়া সদর উপজেলার বিএএফ শাহীন স্কুল ছাড়াও গোকুল ও নুনগোলা স্কুলে টিকা প্রদান করা হচ্ছে। বগুড়া পৌরসভা ও সদর উপজেলায় ৯৬ হাজার শিশুকে এই টিকা কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে প্রথমদিন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ হাজার শিশু। 'বিশেষভাবে তৈরি ফাইজারের টিকা শিশু ও ঝরে পড়া শিক্ষার্থীদের প্রদান করা হবে। প্রথম ডোজ দেওয়ার ৫৬দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে, তবে ১৮ বছরের নীচে শিক্ষার্থীদের এখনও তৃতীয় ডোজ দেওয়ার কোন নির্দেশনা আসেনি।
বগুড়া জেলার সিভিল সার্জন ডাঃ শফিউল আজম জানান, দুইভাবে শিশুদের টিকা প্রদান করা হবে। যারা স্কুলে পড়ে সেসব শিশুদের স্কুলে স্কুলে টিকা দেওয়া হবে। বাকিদের কমিউনিটির মাধ্যমে টিকা দেওয়া হবে। পুরো অক্টোবর মাস জুড়ে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন