গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিবন্ধী যুবরাজ চৌধুরীর ডেকোরেটরের গোডাউন উচ্ছেদ করে সকল মালামাল লুট এবং জমি বেদখল করে গাছ লাগানোর পাশাপাশি প্রাণনাশ করার হুমকির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুর বাজারস্থ চৌধুরী ডেকোরেটরের গুদামঘর অবৈধভাবে উচ্ছেদ ও মালামাল লুটের এ ঘটনা ঘটে। বাধা দিতে গেলে জবরদখলকারীদের দ্বারা পরিবারের সদস্যদের প্রাণনাশ শঙ্কায় জরুরি সেবা ৯৯৯ এর সাহায্যে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছে যুবরাজ চৌধুরীর স্ত্রী নুরনাহার চৌধুরী ছবি।
অভিযোগ সূত্রে জানা যায়, ধর্মপুর চৌধুরী বাড়ির মরহুম ফজলে রাব্বি চৌধুরীর ৬ ছেলের মধ্যে শারীরিক প্রতিবন্ধী যুবরাজ চৌধুরী সবার ছোট। পৈত্রিক সূত্রে প্রাপ্ত ধর্মপুর বাজার সংলগ্ন নিজ জমিতে চৌধুরী ডেকোরেটর নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। যুবরাজের পুত্র সন্তান না থাকায় একমাত্র কন্যা ফাতেমাতুস জোহরা জুথি চৌধুরী ও স্ত্রীর নামে বিগত ২০১৫ সালের এপ্রিল ও ২০২২ সালের এপ্রিলে দুটি হেবা দানপত্র দলিল সম্পন্ন করে। বিষয়টি জানাজানি হলে যুবরাজের অন্যান্য ভাইদের মধ্যে কয়েকজন ষড়যন্ত্রমূলকভাবে মঙ্গলবার ডেকোরেটরের গুদাম ঘরে ভাংচুর করে রক্ষিত সকল মালামাল লুট করে। গুদাম ঘরটির অস্তিত্ব বিলীন করে তারা সেখানে ইউক্লিপিটাস গাছের চারা রোপন করে। এ কাজে বাধা দিতে গেলে অভিযুক্ত রফিকুল ইসলাম চৌধুরী ও তার স্ত্রী বিউটি বেগম, মেহরাজ চৌধুরী ও তার স্ত্রী টুম্পা চৌধুরী এবং রেজাউল করিম সংঘবদ্ধভাবে কিল-ঘুষি মেরে প্রাণনাশের হুমকি প্রদান করে স্থান ত্যাগে বাধ্য করে। পরে জরুরি সেবা ৯৯৯ এর সহযোগিতায় থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ জমা করে।
ডেকোরেটর মালিক প্রতিবন্ধীকার্ডধারী যুবরাজ চৌধুরী জানান, ভাইয়েরা জোরপূর্বক অবৈধভাবে আমার সম্পত্তি বেদখল করার উদ্দেশ্যে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সর্বস্ব লুট করে নিয়ে গেছে। আমি সহ স্ত্রী ও কন্যাকে ওরা হত্যা করে বস্তাবন্দি করার হুমকি দিয়েছে। আমি নিরুপায়। এর বিচার চাই।
যুবরাজ চৌধুরীর স্ত্রী নুরনাহার চৌধুরী ছবি জানান, শরীকদের দ্বারা আমরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি আমার স্বামী ও একমাত্র কন্যার নিরাপত্তা চাই। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে চাই। এজন্য প্রচলিত আইনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিষয়টিতে জরুরি সেবা ৯৯৯ এবং গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ সূত্রে ঘটনাস্থল পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক রফিক। তিনি পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ উভয়পক্ষের মাঝে স্থায়ী শান্তি বজায় রাখতে পরামর্শ দেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন জানান, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা দ্রুত সময়ের মধ্যে উভয় পক্ষকে নিয়ে বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে। পরবর্তীতে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন