পাকিস্তানে চলন্ত বাসে আগুন, শিশুসহ নিহত ১৮ | Daily Chandni Bazar পাকিস্তানে চলন্ত বাসে আগুন, শিশুসহ নিহত ১৮ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২২ ১৫:২৩
পাকিস্তানে চলন্ত বাসে আগুন, শিশুসহ নিহত ১৮
অনলাইন ডেস্ক

পাকিস্তানে চলন্ত বাসে আগুন, শিশুসহ নিহত ১৮

পাকিস্তানে একটি চলন্ত বাসে আগুন লেগে ১২ শিশুসহ কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সিন্ধু প্রদেশের হায়দরাবাদ ও জামশোরো শহরের সঙ্গে করাচির বন্দর শহরকে সংযোগকারী এম-৯ মোটরওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো সাংবাদিকদের বলেন, ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ১৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত ১০ জনকে উদ্ধার করার পর চিকিৎসা দিয়েছে উদ্ধারকারী দলগুলো। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিল।

জামশোরোর ডিসি আসিফ জামিল বলেন, ওই বাসে যারা ছিলেন তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ। তারা ওই মহাসড়কের আশপাশে কোথাও আশ্রয় নিয়ে ছিলেন। দাদু জেলার নিজেদের বাড়িতে ফিরছিলেন তারা। এ উদ্দেশ্যে তারা ভাড়া করা গাড়ি ব্যবহার করছিলেন বলে জামিল জানান।

বন্যায় সিন্ধু প্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি হল দাদু। কী থেকে বা কেমন করে বাসটিতে আগুনের সূচনা হয়েছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।

পুলিশ জানিয়েছে, বাসটির পেছনের অংশে আগুন লাগার পর তা পুরো বাসে ছড়িয়ে পড়ে এমন ধারণাই পাওয়া যাচ্ছে।

সূত্র: রয়টার্স।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন