ক্রিকেটে প্রতিদিন ভালো সময় আসে না। কিন্তু চেষ্টা, পরিশ্রমটা অনেক বড় জিনিস। বড় হতে হলে সবার আগে বড় হওয়ার তাড়নাটা থাকতে হয়। যেমনটা আছে লিটন দাসের মধ্যে।
লিটন গত কয়েক বছরে নিজেকে একদম বদলে ফেলেছেন। এখন বাংলাদেশের ধারাবাহিক ব্যাটারদের মধ্যে একজন তিনি। মারকুটে ব্যাটিংয়ে লিটন এখন বিশ্বের অনেক বড় বড় বোলারকে নাকাল করে ছাড়ছেন।
আজ (বৃহস্পতিবার) পাকিস্তানের শক্তিশালী বোলিং আক্রমণ সামলে খেললেন ৪২ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় খেললেন ৬৯ রানের ঝোড়ো এক ইনিংস। তারপরও শেখার তাড়নাটা যেন একটুও কমে যায়নি ক্লাসিক্যাল এই ব্যাটারের।
ম্যাচ শেষ হতেই তিনি ছুটে গেলেন পাকিস্তানের দুই ব্যাটিং স্তম্ভ বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের কাছে, বিশ্বের অন্যতম সেরা ওপেনিং জুটির কাছ থেকে নিলেন টিপস।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে লিটনের সঙ্গে বাবর-রিজওয়ানের কথোপকথনের একটি ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে তারা লিখেছে, 'শেখার কোনো শেষ নেই।'
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন