গাবতলীতে শিশু শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা | Daily Chandni Bazar গাবতলীতে শিশু শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২২ ২৩:০০
গাবতলীতে শিশু শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা
গাবতলী (বগুড়া) প্রতিনিধি

গাবতলীতে শিশু শ্রেণীর ছাত্রীকে যৌন
নিপীড়নের ঘটনায় থানায় মামলা

বগুড়ার গাবতলীতে শিশু শ্রেণীর স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ১১অক্টোবর বিকেলে উপজেলার দূর্গাহাটা গ্রামে এ ঘটনা ঘটে।   
মামলাসূত্রে জানা গেছে, উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের গড়েরবাড়ী গ্রামের জনৈক মিজানুর রহমানের মেয়ে ভান্ডারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণীর ছাত্রী অলেদা (৬) (ছব্দনাম) একই গ্রামের সফু মন্ডল (৪৫) এর মেয়ে বুলি খাতুন এর কাছে ৫/৬মাস যাবত প্রাইভেট পরে আসছিল। গত ১১ অক্টোবর বিকেলে শিশু শিক্ষার্থী অলেদা প্রাইভেট পড়ার জন্য সফু মন্ডল (৪৫) এর বাড়ীতে আসে। কিন্তু ওইদিন আর কোন শিক্ষার্থী প্রাইভেট পড়তে না আসা ও বুলি খাতুন নানার বাড়ীতে বেড়াতে যাওয়ার সুযোগে সফু মন্ডল ওই  শিক্ষার্থীকে একা পেয়ে ফাঁকা ঘরে যৌন নিপীড়ন করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সফু মন্ডলকে অভিযুক্ত করে গাবতলী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; যৌন পীড়নের অপরাধে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সফু মন্ডল পলাতক রয়েছে। এ ব্যাপারে থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।  

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন