কাজিপুরে ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক | Daily Chandni Bazar কাজিপুরে ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২২ ২৩:০৪
কাজিপুরে ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

কাজিপুরে ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের কাজিপুরে ২০৭ পিচ ইয়াবা সহ একাধিক মাদক মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ। 

থানা সূত্রে জানা যায় গত ২ (অক্টোবর) রোববার রাত সাড়ে ৯ টায় কাজিপুর উপজেলার সোনামুখীতে গোপন সংবাদের ভিত্তিতে সোনামুখী বাজার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন হাবিবুর রহমানের চায়ের দোকানের সামনে থেকে অভিনয়ের ছলে সোনামুখী গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র আব্দুর রাজ্জাক (৪৩) ও গাছাবাড়ী গ্রামের শুকুর আলীর পুত্র  আল-আমিন (৩৮) এর কাছ থেকে ২০৭ পিচ ইয়াবা সহ আটক করে পুলিশ।

এ বিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, বৃহস্পতিবার মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আসামী স্বয়কে আদালতের মাধ্যমে জেল- হেফাজতে প্রেরণ করা হয়। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন