
ডিমের বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেট ও মনোপলি ব্যবসার চেষ্টাকে কঠোরভাবে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
শুক্রবার (১৪ অক্টোবর) ডিম দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
তিনি বলেন, এখন দেশের সবখানে সিন্ডিকেট রয়েছে। যদিও বাজার ব্যবস্থাপনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত নয়। তারপরও যারা এ ব্যবস্থাপনায় রয়েছে, আমারা তাদের সঙ্গে কথা বলছি। যদি কোথাও কোনো সমস্যা থাকে, সেটা প্রতিহত করা হবে।
মন্ত্রী বলেন, পাশাপাশি ডিমের বাজারে মনোপলি ব্যবসা রোধ করা হবে। কারওয়ান বাজারে ডিমের বাড়তি দাম নির্ধারণ করে সে দামে বিক্রির জন্য সব ব্যবসায়ীকে বাধ্য করার কোনো অপচেষ্টা যদি থাকে, সেটা মোকাবিলা করা হবে। কোনোভাবে জনগণকে জিম্মি করে ডিমের দাম বাড়তে দেওয়া হবে না।
শ ম রেজাউল করিম বলেন, ডিমকে কেন্দ্র করে শঙ্কা দূর করা হয়েছে। কিছু সমস্যার কথা এসেছে, সেগুলো আমরা দূর করবো। ডিম ও মাংসে যে যোগান এসেছে তা আমাদের জাতি হিসেবে খাবারের চাহিদা মেটাতে সহায়তা করেছে। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী কারসাজি করে। সেটা আমাদের অর্জনকে ক্ষুণ্ন করছে।
তিনি বলেন, আমারা চেষ্টা করছি, মৎস্য ও প্রাণী খাতে উদ্যোক্তাদের সবাত্মক সহয়তা দিতে। আমরা এ খাতে কারখানা করার জন্য সহায়তা করছি। আমদানির ক্ষেত্রে উৎসে কর মওকুফ করেছি। আমাদের যতটুকু করা সম্ভব সেটা করেছি। করোনার সময় পণ্য বিক্রিসহ রপ্তানির জন্য সহায়তা দিয়েছি। যদিও রাষ্ট্র চাইলেও সব করতে পারে না, তারপরও সাধ্যের মধ্যে কীভাবে আপনাদের সবাত্মক সহায়তা করা যায় সেটা দেখবো।
আলোচনা সভা শেষে ডিম উৎসব অনুষ্ঠিত হয়। ‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন’ প্রতিপাদ্যে এবারের বিশ্ব ডিম দিবস পালন করা হচ্ছে। সকালে দিবস উপলক্ষে একটি বর্ণাট্য র্যালী অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিতদের মধ্যে বিতরণ করা হয় সিদ্ধ ডিম।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন