মিরপুরে পুলিশ বক্সে হামলা: ১১ রিকশাচালক রিমান্ডে | Daily Chandni Bazar মিরপুরে পুলিশ বক্সে হামলা: ১১ রিকশাচালক রিমান্ডে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২২ ১৭:৩২
মিরপুরে পুলিশ বক্সে হামলা: ১১ রিকশাচালক রিমান্ডে
অনলাইন ডেস্ক

মিরপুরে পুলিশ বক্সে হামলা: ১১ রিকশাচালক রিমান্ডে

রাজধানী মিরপুরে পুলিশের বেশ কয়েকটি ট্রাফিক বক্সে হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় গ্রেফতার ১১ ব্যাটারিচালিত রিকশাচালককে দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৫ অক্টোবর) এ মামলায় গ্রেফতার ১১ রিকশাচালককে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী তাদের প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শুক্রবার রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানের পর ক্ষুব্ধ রিকশাচালকেরা সেখানকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা করেন। হামলায় মিজানুর রহমান নামের এক পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয়েছে। মামলায় পুলিশের কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার সকালে পল্লবীতে ব্যাটারিচালিত রিকশা মূল সড়কে চলে আসায় দুটি রিকশা জব্দ করে পুলিশ। পরে চালকরা সংঘবদ্ধ হয়ে মিরপুরের পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ বক্স ও একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন