ভিক্টোরিয়া রাজ্যের অন্যতম শহর গিলং। মেলবোর্ন থেকে খুব বেশি দুরে নয়। তাসমান সাগরের একেবারে তীরঘেঁষে দাঁড়ানো শহরটির কার্দিনিয়া পার্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা এবং নামিবিয়া।
এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। ব্যাটিংয়ে পাঠালেন নামিবিয়াকে। ১০টায় শুরু হচ্ছে ম্যাচটি।
এশিয়া কাপ বিজয়ী স্কোয়াড নিয়েই বিশ্বকাপে খেলতে এসেছে শ্রীলঙ্কা। নামিবিয়া খেলছে সম্প্রতি আয়ারল্যান্ডকে হারানো স্কোয়াড নিয়ে। এশিয়া কাপের ফাইনালে খেলা শ্রীলঙ্কা একাদশে দুটি পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে খেলতে পারছেন না দিলশান মধুশঙ্কা। দলে এসেছেন দুষ্মন্তে চামিরা এবং প্রমোদ মধুশান।
নামিবিয়া একাদশ
ডিভান লা কক, মাইকেল ফন লিংগেন, স্টিফেন বার্ড, নিকোল লফটি ইটন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ইয়ান ফ্রাইলিংক, জোহানেস জোনাথন (জেজে) স্মিট, ডেভিড ওয়াইজ, জ্যান গ্রিন, বার্নার্ড স্কলটজ, বেন শিকোঙ্গো।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুষ্মন্তে চামিরা, প্রামোদ মধুশন, মহেস থিকসানা।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন