টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ | Daily Chandni Bazar টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২২ ১১:৩৪
টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ
অনলাইন ডেস্ক

টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ (সোমবার)। হোবার্টে গ্রুপপর্বের দিবারাত্রির ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

বেলেরিভ ওভালে এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ন নিকোলাস পুরান। অর্থাৎ স্কটল্যান্ড প্রথমে ব্যাট করবে।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
এভিন লুইস, কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, শামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ওডিয়েন স্মিথ, আকিল হোসেন, আলজেরি জোসেফ, ওবেদ ম্যাকয়।

স্কটল্যান্ড একাদশ
জর্জ মুনসে, মাইকেল জোনস, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন (অধিনায়ক), কলাম ম্যাকলয়েড, ক্রিস গ্রেভস, মাইকেল লিস্ক, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন