পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে: রাষ্ট্রপতি | Daily Chandni Bazar পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে: রাষ্ট্রপতি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২২ ১১:৩৮
পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক

পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে: রাষ্ট্রপতি

পুলিশকে জনগণের সেবা করার মনোভাব নিয়ে কাজ করতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

তিনি বলেন, পুলিশকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হবে পুলিশকে।

পুলিশে নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রোববার (১৬ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই কথা বলেন।

এসময় দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন নতুন আইজিপি।

এর আগে ৩০ সেপ্টেম্বর আইজিপি হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর অষ্টম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছিলেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন