শাজাহানপুরে সদস্য পদে দুলু ও সুমাইয়া নির্বাচিত | Daily Chandni Bazar শাজাহানপুরে সদস্য পদে দুলু ও সুমাইয়া নির্বাচিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২২ ২২:২৯
শাজাহানপুরে সদস্য পদে দুলু ও সুমাইয়া নির্বাচিত
জেলা পরিষদ নির্বাচন-২২
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে সদস্য পদে
 দুলু ও  সুমাইয়া নির্বাচিত

বগুড়া জেলা পরিষদের নির্বাচনে ৭নং ওয়ার্ডে (শাজাহানপুর) পুনরায় বিপুল ভোটে সদস্য নির্বাচিত হয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। তিনি 'তালা' প্রতীকে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম 'টিউবওয়েল' প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট। অপরদিকে সংরক্ষিত ৩নং আসনে (শাজাহানপুর, শেরপুর ও ধুনট উপজেলা) 'দোয়াত কলম' প্রতীকে ২৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাজাহানপুরের সুমাইয়া খানম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধুনটের নাজনীল নাহার 'হরিণ' প্রতীকে পেয়েছেন ৭০ ভোট। এছাড়া চেয়াম্যান প্রার্থী আব্দুল মান্নান  শাজাহানপুর কেন্দ্রে 'মোটর সাইকেল' প্রতীকে পেয়েছেন ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মকবুল হোসেন 'আনারস' প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট। সকাল ৮টা থেকে বিকাল ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন