বগুড়ার শেরপুরে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন | Daily Chandni Bazar বগুড়ার শেরপুরে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২২ ২২:৪১
বগুড়ার শেরপুরে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে শেরপুর উপজেলায় (৮নং ওয়ার্ড) উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) শেরপুর শহিদীয়া আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।

এই কেন্দ্রে ভোট সংখ্যা ১২০ টি যার মধ্যে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডা. মোকবুল হোসেন আনারস প্রতিক নিয়ে ৫৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ মোটর সাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৬৫ ভোট। সাধারণ সদস্য প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ভুট্টো হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী মোছা. শিল্পী বেগম তালা প্রতিক নিয়ে ৪৬ ভোট ও মো. মানিক টিউবওয়েল প্রতিক নিয়ে পেয়েছেন ৪ ভোট। সংরক্ষিত মহিলা সদস্য পদে সুমাইয়া খানম দোয়াত কলম প্রতীক নিয়ে ৭৩, সুইটি মল্লিক মাইক প্রতিক নিয়ে ২০, রওশনআরা ফুটবল প্রতিক নিয়ে ১০, নাজনীল নাহার হরিণ প্রতিক নিয়ে ১০ ও মোছা. ফিরোজা খাতুন টেবিল ঘড়ি প্রতিক নিয়ে পেয়েছেন ৭ ভোট ।

উল্লেখ্য, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ডা. মো. মোকবুল হোসেন আনারস প্রতীক নিয়ে ১২টি ওয়ার্ড থেকে মোট ৯০৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী আব্দুল আকন্দ মোটর সাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৬৬৬ ভোট ও সাধারণ সদস্য প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ভুট্টো হাতি প্রতীক নিয়ে ৭০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন