৫২ বছর বয়সে এমবিএ পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৮৬ পেয়ে প্রথম স্থান | Daily Chandni Bazar ৫২ বছর বয়সে এমবিএ পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৮৬ পেয়ে প্রথম স্থান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২২ ২২:৫৩
৫২ বছর বয়সে এমবিএ পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৮৬ পেয়ে প্রথম স্থান
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

৫২ বছর বয়সে এমবিএ পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৮৬ পেয়ে প্রথম স্থান

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, ১৬ অক্টোবর ,২০২২, এ প্রকাশিত এমবিএ (সন্ধ্যাকালীন) পরীক্ষার ফলাফল অনুযায়ী, ৫২ বছরবয়সী, মোঃ হাবিবুর রহমান, ৪.০০ এর মধ্যে সর্বোচ্চ ৩.৮৬ সিজিপি এ নিয়ে, ১৪০  জন ছাত্র ছাত্রীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর, ডঃ মোঃ জাহাঙ্গীর কবির বলেন, মোঃ হাবিবুর রহমান এমন একজন প্রতিভা বান ব্যক্তি, যিনি সব সময় নতুন কিছু শিখতে খুব পছন্দ করেন। তার শিক্ষক হিসেবে, আমি তার অসাধারণ ফলাফলের জন্য সত্যিই গর্বিত। 
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মার্কেটিং বিভাগের, এসোসিয়েট প্রফেসর ডঃ মোঃ শামীম হোসাইন বলেন, বাংলাদেশে অনেকেই মনে করেন, যে একটি নির্দিষ্ট বয়সের পরে, তারা আর উচ্চ শিক্ষা নিতে পারবেন না। কিন্তু  মোঃ হাবিবুর রহমান এর অসাধারণ ফলাফল প্রমান করে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে বড় সাফল্যের পথে বয়স কোনো বাধা নয়। তার শিক্ষক এবং ইনটার্নশীপ সুপারভাইজার হিসেবে তার অসাধারণ ফলাফলের জন্য সত্যিই গর্বিত। 
ওয়াল্ড মিশন প্রেয়ারলীগ (ল্যাম্ব হাসপাতাল) অপারেশন ডিরেক্টর মিষ্টার স্বপন পাহান আরও জানান, আমাদের প্রতিষ্ঠানে, মোঃ হাবিবুর রহমান, দীর্ঘ ৩০ বছর ধরে বিভিন্ন বিভাগে ব্যবস্থাপনার কাজ দক্ষতার সাথে করে যাচ্ছেন এবং তার এমন ফলাফলে আমরা খুবই আনন্দিত। 
চাকরির পাশাপাশি স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য অবসর সময়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার কার্যক্রমকে সহায়তা প্রদানের লক্ষে তিনি www.habiburonlineschool.comএই অনলাইন লার্নিং প্লাটফর্মের মাধ্যমে দূরশিক্ষণ শিক্ষা কার্যক্রম শুরু করেছেন। উক্ত ওয়েব সাইটের মাধ্যমে অল্প সংখ্যক শিক্ষার্থী সঠিক নির্দেশনা লাভের মাধ্যমে উপকৃত হবেন বলে তিনি আশা করেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন