গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী জাহাঙ্গীর | Daily Chandni Bazar গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী জাহাঙ্গীর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২২ ২২:৫৭
গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী জাহাঙ্গীর
অনলাইন ডেস্ক

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী জাহাঙ্গীর

দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা-৫ (গোবিন্দগঞ্জ ওয়ার্ড) এর ফলাফল ঘোষিত হয়েছে। ফলাফলে সদস্য পদে জাহাঙ্গীর আলম (হাতি) ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান ম-লের (তালা) প্রাপ্ত ভোট (৭৬)। অপর দুই জনের মধ্যে আব্দুল হান্নান আজাদ (টিউবয়েল) ৫৯ এবং আব্দুল মতিন মোল্লার (বৈদ্যুতিক পাখা) প্রাপ্ত ভোট ২।
এ ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে উম্মে জাহান (ঘড়ি) ২৮, আফরুজা খাতুন (মাইক) ৫৮, নুরজাহান বেগম (ফুটবল) ১৮, রুনা আরজু মনোয়ারা বেগম (হরিণ) ১২৮।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। গোবিন্দঞ্জ কেন্দ্রে দুই জন মহিলা প্রতিনিধি (ভোটার) ইভিএম-এ তাদের ফিঙ্গার জটিলতায় ভোট গ্রহণ কিছুটা বিলম্বিত হয়। শেষে বিকাল ৪টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে আবু বকর সিদ্দিকের (তালগাছ) ১৪১, আতাউর রহমান আতা ( ঘোড়া) ৯২, মো. শরিফুল ইসলাম (হেলিকপ্টার) ০।
উল্লেখ্য গোবিন্দগঞ্জ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩২৭। এর মধ্যে দুটি ভোট নষ্ট হয়। অপরদিকে গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান পদে আবু বকর সিদ্দিক (তালগাছ) প্রতীকে ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আতাউর রহমান আতা (ঘোড়া) প্রতীকে প্রাপ্ত ভোট ৫২৩।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন