বগুড়ার শেরপুরে সাংবাদিকের গাড়ি থেকে আ: হালিম (৩৮) কে জোরপূর্বক অপহরনের ঘটনায় অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ছয় জনকে আটক করেছে থানা-পুলিশ। এ ঘটনায় অপহৃত ব্যক্তি আ: হালিম ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে একটি অপহরন মামলা দায়ের করেছেন। সোমবার (১৭অক্টোবর) জেলা পরিষদের নির্বাচনের দিন দুপুর সারে ১২টায় শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা ভোট কেন্দ্রের সামনে থেকে তাকে অপহরন করা হয়। অপহৃত হালিম মল্লিক জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী সুইটি মল্লিকের স্বামী। ঘটনার দিন কেন্দ্র পরিদর্শনের সময় হালিম মল্লিককে অপহরন করা হয় বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সংবাদ পেয়ে থানা পুলিশ তাতক্ষনিক অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে। সেই সাথে অপহরনকারী ফেরদৌস জামান মুকুল (৪৩), প্রভাষক আল-আমিন (৩৫), এনামুল হক (৩২), আব্দুস সাত্তার (৩০) এবং ঘটনার সাথে জড়িত থাকায় হুমায়ুন কবির(৩১) ও খাত্তাব আলী(৩০) কে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে হালিম মল্লিক বলেন, ভোট গ্রহণ চলাকালে আমাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মারপিটের ভয় দেখিয়ে আমার কাছে থেকে এক লাখ ৩৫ হাজার টাকা চাঁদা দাবি করে। পরে শেরপুর থানা পুলিশ আমাকে উদ্ধার করেছে।
অপহরণ মামলার বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, হালিম মল্লিক কে ভোট কেন্দ্র থেকে তুলে নিয়ে গেলে আমরা ৯৯৯ নাম্বার থেকে কল পাই। কলের প্রেক্ষিতে অপহৃত হালিম মল্লিককে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন