বগুড়ায় আবাসিক হোটেলে পুলিশের আকষ্মিক অভিযানে গ্রেফতার ৬ | Daily Chandni Bazar বগুড়ায় আবাসিক হোটেলে পুলিশের আকষ্মিক অভিযানে গ্রেফতার ৬ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২২ ০০:৫৭
বগুড়ায় আবাসিক হোটেলে পুলিশের আকষ্মিক অভিযানে গ্রেফতার ৬
অনলাইন ডেস্ক

বগুড়ায় আবাসিক হোটেলে পুলিশের
আকষ্মিক অভিযানে গ্রেফতার ৬

জাতীয় জরুরী হটলাইন নম্বর '৯৯৯' এ খবর পেয়ে বগুড়ায় আবাসিক হোটেলে আকষ্মিক অভিযান চালিয়েছে সদর থানা পুলিশ। অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৩ নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ৩ টার দিকে শহরের মাটিডালি বিমানমোড় এলাকার টাইমস্ স্কয়ার ও ড্রীম প্যালেস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এই ৬ জনকে গ্রেফতার করা হয়। 
বিষয়গুলো নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বে থাকা সদর থানা এসআই আব্দুর রহিম। তিনি জানান, জাতীয় পরিসেবা '৯৯৯' এ খবর আসে মাটিডালির টাইমস্ স্কয়ার ও ড্রীম প্যালেস নামের দুইটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে। এরপর সেখানে অভিযান চালানো হয়।  এসময় ৩ জন নারীসহ ৬ জনকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সবার বয়স ১৯ থেকে ২৯ বছরের মধ্যে। তাদের বাড়ি বগুড়া ও গাইবান্ধা জেলায়।
অভিযান প্রসঙ্গে মুঠোফোনে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকীর সাথে কথা বললে তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে মঙ্গলবার বিকেলেই আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, বগুড়াতে ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক হোটেল। যাদের অনেকগুলোতে আইনের চোখকে ফাঁকি দিয়ে অবৈধ কর্মকান্ড পরিচালিত হচ্ছে যা বন্ধে সদর থানা পুলিশের এই অভিযান কঠোরভাবে চলমান থাকবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন