ধুনটে দিনেদুপুরে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি | Daily Chandni Bazar ধুনটে দিনেদুপুরে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২২ ২২:৩৯
ধুনটে দিনেদুপুরে এনজিও কর্মীর মোটরসাইকেল চুরি
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে দিনেদুপুরে এনজিও কর্মীর
মোটরসাইকেল চুরি

বগুড়ার ধুনট বাজারে দিনেদুপুরে এক এনজিও কর্মীর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৪টার দিকে ধুনট অফিসারপাড়া এলাকার সেতু সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি কার্যালয়ের সামনে থেকে এই চুরির ঘটনা ঘটে।

জানাগেছে, ওই মথুরাপুর ইউনিয়নের প্রতাব খাদুলী গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রাসেল হোসেন সেতু সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটির ক্রেডিট অফিসার পদে কর্মরত রয়েছেন। 

বুধবার বিকাল ৪টার দিকে তিনি অফিসের সামনে তার কালো রংয়ের ডিসকভার মোটরসাইকেল (বগুড়া-হ-১৩-০০৮৬) রেখে দাপ্তরিক কাজ করছিলেন। এরপর কিছুক্ষণ পর রাসেল হোসেন আবার ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি আর নেই।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, মোটরসাইকেলের চুরির বিষয়ে এখনও কেউ থানায় অবগত করেনি। এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন