সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ই অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু , মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কাজিপুর থানার ওসি শ্যামল কুমার দত্ত (পিপিএম), সহকারী প্রকৌশল মোঃ আহসান হাবিব।
এছাড়াও বক্তব্য রাখেন তেকানী ইউপি চেয়ারম্যান হারুনার রশীদ, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, কাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল সহ প্রমূখ।
এর আগে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী ও হাত ধোয়া প্রশিক্ষণ দেওয়া হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন