বগুড়ায় আন্তঃজেলা নৃত্য উৎসব শুরু ২১ অক্টোবর | Daily Chandni Bazar বগুড়ায় আন্তঃজেলা নৃত্য উৎসব শুরু ২১ অক্টোবর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২২ ২২:৫২
বগুড়ায় আন্তঃজেলা নৃত্য উৎসব শুরু ২১ অক্টোবর
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় আন্তঃজেলা নৃত্য
উৎসব শুরু ২১ অক্টোবর

নৃত্য মন্দির পারফর্মিং আর্টস একাডেমী বগুড়ার আয়োজনে নৃত্যের তারকাদের নিয়ে আন্তঃজেলা নৃত্য উৎসবের আয়োজন করেছ। সংগঠনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এই উৎসবের প্রধান অতিথি থাকবেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিবিএম (সেবা)। অনুষ্ঠানের উদ্বোধন করবেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, নৃত্য ছন্দম আর্টস একাডেমী বগুড়ার পরিচালক সৈয়দ আশিক ফারুক, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা বগুড়ার সভাপতি জর্জেট বুলবুল বেপারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান দেবদুলাল দাস।
অনুষ্ঠানে নাট্যকার ও নাট্যসংগঠক হিসেবে তৌফিক হাসান ময়না, অভিনেতা হিসেবে শাহাদৎ হোসেন, নৃত্য শিল্পী ও কোরিওগ্রাফার হিসেবে মাহাবুব হাসান সোহাগ এবং আরিফুল ইসলাম অর্ণবকে সম্মাননা প্রদান করা হবে।
নৃত্য মন্দির পারফর্মিং আর্টস একাডেমী বগুড়ার সভাপতি আশিকুজ্জামান রিপন জানান, আন্তঃজেলা নৃত্য উৎসবে রাজশাহী বিভাগের ১২ টি দল অংশ গ্রহণ করছে। দলগুলো হলো- বগুড়ার আমরা ক’জন শিল্পী গোষ্ঠী, নওগাঁর নৃত্য রং একাডেমী, বগুড়ার মৌসুমি নৃত্যাশ্রম, নওগাঁর নৃত্যাঞ্জলী একাডেমী, বগুড়ার নৃত্য ছন্দম আর্টস একাডেমী, রাজশাহীর নৃত্যকুঞ্জ, জয়পুরহাট পাঁচবিবির শিল্পরথ একাডেমী, বগুড়ার টিএমএসএস অর্টিজম ও প্রতিবন্ধি স্কুল, সিরাজগঞ্জ শাজাহাদপুরের নৃত্যালোক, নাটোরের নৃত্যাঙ্গন একাডেমী, সিরাজগঞ্জ শাজাহাদপুর নৃত্য একাডেমী, বগুড়ার সোনাতলা সাংস্কৃতিক সংগঠন। নৃত্য মন্দির পারফর্মিং আর্টস একাডেমীর ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণ করে রাখেত এই আন্তঃজেলা নৃত্য উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা বিশ্বাস করি এতবড় নৃত্য উৎসব বগুড়ায় প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসব উপলক্ষে বিকালে একটি র‌্যালী শহর প্রদক্ষিণ করবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন