বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব | Daily Chandni Bazar বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২২ ২৩:০৯
বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব
অনলাইন ডেস্ক

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে আবারও শীর্ষে ফিরে এলেন তিনি। পেছনে ফেলে দিলেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবিকে।

আজ এক বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানিয়েছে আইসিসি। নিউজিল্যান্ডের মাটিতে জোড়া ফিফটি করে নিজের জায়গা পূনরূদ্ধার করেন সাকিব।

গত এশিয়া কাপে আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবির কাছে নিজের জায়গাটা হারিয়েছিলেন তিনি। মাত্র দেড়-দুই মাসের ব্যবধানে আবারও শীর্ষে ফিরে আসলেন তিনি। বিশ্বকাপের আগে খবরটা বাংলাদেশ দলকেও হয়তো উজ্জীবিত করে তুলতে পারে।

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স ছিল খুবই বাজে। কিন্তু ব্যক্তিগত পারফরম্যান্সে সাকিব ছিলেন উজ্জ্বল। প্রথম ম্যাচটি খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে ১৬ বলে খেলেন ১৬ রান। এরপর শেষ দুই ম্যাচে হাঁকান ফিফটি। এ কারণেই র‌্যাংকিংয়ে উন্নতি ঘটে সাকিবের।

সাকিবের রেটিং পয়েন্ট এখন ২৬৬। টি-টোয়েন্টি অলরাউন্ডারের দৌড়ে দ্বিতীয় স্থানে নমে গেলো আফগানিস্তানের মোহাম্মদ নবি। সবচেয়ে অবাক করা বিষয় হলো নামিবিয়ার অলরউন্ডার জেজে স্মিট এই তালিকায় হলেন তৃতীয়। তার রেটিং পয়েন্ট ১৮৩।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন