এশিয়া কাপের আগে থেকেই নিজে ছিলেন ইনজুরি আক্রান্ত। চোট সারিয়ে মাত্রই দলে ফিরে এলেন এবং বিশ্বকাপের আগে নিজের ফিটনেস পরীক্ষায় খেলতে নামলেন প্রস্তুতি ম্যাচ। কিন্তু পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি যে কতটা ভয়ঙ্কর ছন্দে রয়েছেন, তা আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেই বুঝিয়ে দিলেন।
শাহিন শাহ আফ্রিদির ইয়র্কারে গুরুতর আহত হয়ে হাসপাতালে যেতে হলো আফগানিস্তানের আক্রমণাত্মক ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে।
বুধবার পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। পরপর দুই ওভারে দু’টি উইকেট তুলে নেন শাহিন। দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং হজরতুল্লাহ জাজাইকে ফিরিয়ে দেন তিনি। তবে গুরবাজ আউট হওয়ার সময়ই দেখা যায় কতটা ভয়ঙ্কর শাহিন।
তার ইনসুইং ইয়র্কার সজোরে আছড়ে পড়ে গুরবাজের বাঁ-পায়ে। আম্পায়ার তাকে আউট দিলেও প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকেন আফগান ওপেনার। বাঁ-পা চেপে ধরে তিনি মাঠেই বসে পড়েন। চিকিৎসকরা ছুটে আসেন গুরবাজের আঘাত পরীক্ষা করতে। শাহিন শাহ আফ্রিদি নিজেও এগিয়ে গিয়ে তাকে ধরে ফেলেন। দেখা গেলো গুরবাজ হাঁটতেই পারছিলেন না। সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়।
পরে জানা গেলো, হাসপাতালে স্ক্যান করার জন্যে নিয়ে যাওয়া হয়েছে গুরবাজকে। এই ওপেনারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না আফগানিস্তান। তিনি ছিটকে গেলে তা আফগানদের কাছে বড় ধাক্কা হতে চলেছে। চোট পাওয়ার পর ফিল্ডিং করতে নামতে পারেননি গুরবাজ।
ব্যাট করতে নেমে শাহিন এবং হ্যারিস রউফের দাপটে এক সময় বিপদে পড়ে যায় আফগানিস্তান। তবে মোহাম্মদ নবির ৩৭ বলে অপরাজিত ৫১ রানের সুবাধে স্কোরবোর্ডে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে তারা। পাকিস্তানের রান বিনা উইকেটে ১৯, এমন সময় বৃষ্টির জন্যে খেলা বন্ধ হয়।
তবে আফগানদের জন্য সুখবর হলো, স্ক্যানে কোনো ফ্র্যাকচার ধরা পড়েনি গুরবাজের পায়ে এবং আশা করা হচ্ছে শনিবার পার্থে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই মাঠে নামতে পারবেন তিনি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন