সাকিবদের সক্ষমতা আছে, প্রয়োগই আসল: মাশরাফি | Daily Chandni Bazar সাকিবদের সক্ষমতা আছে, প্রয়োগই আসল: মাশরাফি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২২ ২৩:১১
সাকিবদের সক্ষমতা আছে, প্রয়োগই আসল: মাশরাফি
অনলাইন ডেস্ক

সাকিবদের সক্ষমতা আছে, প্রয়োগই আসল: মাশরাফি

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচটাও খেলা হলো না বাংলাদেশ দলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্রিসবেনে প্রস্তুতি ম্যাচটা ভেসে গেলো বৃষ্টিতে। ম্যাচটা খেলতে পারলে হয়তো নিজেদের শক্তি ও দুর্বলতা কিছুটা হলেও যাছাই করে নেয়ার শেষ সুযোগটা পেতো সাকিব আল হাসানরা।

তবে, সর্বশেষ যে প্রস্তুতি ম্যাচটা খেলেছে আফগানিস্তানের বিপক্ষে, ওই ম্যাচে যে পারফরম্যান্স করলো টাইগাররা, সেটা নিয়েই দারুণ শঙ্কায় বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। বাংলাদেশের ব্যাটার সামর্থ্য নিয়েও উঠেছে প্রশ্ন।

এসব নিয়েই আজ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কাছে জানতে চাওয়া হয়। এ সময় মাশরাফি জানিয়ে দেন, বাংলাদেশ দলের ক্রিকেটারদের ভালো করার সক্ষমতা আছে। তবে, জায়গামত সেই সক্ষমতা প্রয়োগ করাটাই হলো আসল।

সিলেট স্ট্রাইকার্সের লোগো উন্মোচন অনুষ্ঠানে আসা মাশরাফির কাছে বাংলাদেশের সাম্প্রতিক পারফম্যান্স নিয়ে প্রশ্ন রাখা হলে তিনি বলেন, ‘আমি গত কিছুদিন ক্রিকেট দেখার মধ্যে ছিলাম না। এজন্য প্রশ্নের উত্তর দেওয়াও কঠিন। আমি শুনেছি যে এসব কথা হচ্ছে। কিন্তু আমাকে বিশ্বাস করুণ, একটা খেলাও দেখার সুযোগ হয়নি। গতকাল (মঙ্গলবার) পর্যন্ত অত্যন্ত ব্যস্ত ছিলাম। মূল বিশ্বকাপ এখন শুরু হবে, দেখবো। তখন হয়তো কথা বলতে পারবো।’

দলের চাওয়া-পাওয়াটা ভালো পথে এগিয়ে যাক সে প্রত্যাশাই করেন মাশরাফি। একই সঙ্গে শুভকামনাও জানান তিনি। মাশরাফি বলেন, ‘যে কথাগুলো হচ্ছে অবশ্যই দলের একটা চাওয়া-পাওয়া থাকে। দল একটা ফোকাস করে আগায়। তারা কী চাচ্ছে, তারাই বলতে পারবে। এখান থেকে বলা কঠিন। সাবেক ক্রিকেটার হিসেবে শুভকামনা ছিল, থাকবে। আশা করছি যা কিছু হয়েছে, এটুকু বলতে পারি বাংলাদেশ টিম টি-টোয়েন্টি খেলার ভেতর আছে। অনেকদিন ধরে খেলে যাচ্ছে। ফল আমাদেরর পক্ষে না আসলেও অনেকদিন ধরে খেলছে। ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ আছে।’

বাংলাদেশ দলের ক্রিকেটারদের সক্ষমতা আছে দাবি করে মাশরাফি বলেন, ‘একটা নতুন টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয় সবার মানসিকভাবে ফ্রেশ থাকা উচিত। শুরুর দিকে যদি আমরা একটা-দুটা ম্যাচ জিতে যাই। তাহলে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবকিছু। আমাদের সক্ষমতা আছে, এখন ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভালো ফল হবে।’

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন