পঞ্চগড়ে চার কঙ্কাল উদ্ধার, নারী আটক | Daily Chandni Bazar পঞ্চগড়ে চার কঙ্কাল উদ্ধার, নারী আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২২ ১২:২৩
পঞ্চগড়ে চার কঙ্কাল উদ্ধার, নারী আটক
অনলাইন ডেস্ক

পঞ্চগড়ে চার কঙ্কাল উদ্ধার, নারী আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে কবরস্থান থেকে চুরি করা চার ব্যক্তির মাথার খুলিসহ কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) রাতে দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভূল্লিপাড়া এলাকার রিয়াজুল ইসলামের (৪২) বাড়ি থেকে এসব কঙ্কাল উদ্ধার করে পুলিশ। এসময় রিয়াজুল পালিয়ে গেলেও তার স্ত্রী কমল বানুকে (৩৮) আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন কবরস্থান থেকে একাধিক কঙ্কাল চুরির ঘটনা ঘটে। পুলিশ এ নিয়ে খোঁজ-খবর করছিল। বুধবার রাতে স্থানীয়দের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে রিয়াজুলের বাড়িতে দেবীগঞ্জ থানা পুলিশ ও পঞ্চগড় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির একটি ট্রাঙ্কের ভেতর কালো ব্যাগে চারটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় পাওয়া যায়। তবে এসময় রিয়াজুল পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করে পুলিশ।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, কঙ্কাল উদ্ধারসহ এক নারীকে আটক করা হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে বিস্তারিত জানিয়ে ব্রিফিং করা হবে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন