বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গীত বিষয়ক কর্মশালা শুরু | Daily Chandni Bazar বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গীত বিষয়ক কর্মশালা শুরু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২২ ২৩:৫৪
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গীত বিষয়ক কর্মশালা শুরু
ষ্টাফ রিপোর্টার

বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের
সঙ্গীত বিষয়ক কর্মশালা শুরু

বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে দুই দিনের সঙ্গীত বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বগুড়া জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে কর্মশালার উদ্বোধন করেন গীতিকার ও সুরকার খোদাদাত খান বাদশা।

সঙ্গীত বিষয়ক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা শাহাদৎ হোসেন, জোটের সিনিয়র সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, হাকীম এমএ মজিদ মিয়া, আসাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক আলমগীর কবির ও এসএম বেলাল হোসেন, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান মানিক, দপ্তর সম্পাদক এইচ আলিম, প্রচার সম্পাদক লুবনা জাহান, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, আব্দুল আউয়াল প্রমুখ। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করছেন রংপুর বেতারের সঙ্গীতজ্ঞ, সঙ্গীত প্রশিক্ষক তমাল কান্তি লাহিড়ী। কর্মশালায় অর্ধাশতাধিত সঙ্গীত শিক্ষার্থী অংশগ্রহণ করছে। শনিবার বিকালে সনদপত্র বিতরণ করার মধ্যে দিয়ে দুই দিনের কর্মশালা শেষ হবে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন